যাত্রা শুরু হয় ২০১৩ সাল থেকে। যখন কচি হাতে লিখতাম কাঁচা কবিতা। যার মধ্যে কবিতার ভাব থাকলেও আমেজ থাকত না। শুধু আপনশখেই লিখে ফেলতাম কবিতা।
কবিতা লিখতে গেলেই কেউবা উৎসাহ দিত আবার কারোর দ্বারা নিরুৎসাহিতও হতে হত। তবে ইচ্ছে ছিল আকাশ ছোঁয়ার।
২০১৩ থেকে ২০২১ দীর্ঘ সময় পাড় করেছি কবিতার জগতে। লিখেছি ৪০(চল্লিশ) টিরও বেশি কবিতা, আর রয়েছে কিছু নামহীন কবিতামালা।
জানি, সংখ্যা টা বড় বড় লেখক, কবিদের কাছে বড়ই নগন্য।
এখন আর লেখা হয় না। সময় কিংবা সুযোগ থাকার সত্ত্বেও এখন কেন যেন লেখা হয়ে উঠে না।
তাই ভাবলাম নিজের কবিতা গুলোকে একটু গুছিয়ে নিই। তারই প্রয়াস করলাম। জানি, নিজের ভেতর কবিত্ব এখনো পূর্ণ বিকশিত হয় নি। এটাও জানি কবিতার ভাষায় গাম্ভীর্যের প্রষ্ফুটন ঘটেনি।
লেখক এবং কবি যাঁরা আমার কবিতা পড়বেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন।
এই ছিল এক অধম কবির কথা