Prottoy Bhadury report

আজ #হতাশপুরুষ এবং #হতাশস্ত্রী (স্ত্রীরা আর্টিকেলের শেষে চলে যান) দের উদ্দেশ্যে দু’চারটে কথা বলব। এবং আশা করি পড়ার পর হতাশার রঙ্গমঞ্চে আর থাকবেন না।
#Baldness
ভাবছেন? খুব সুন্দর একটা টপিক নিয়েছি? baldness মানে হল টাক। যা পুরুষ জাতির কাছে দুশ্চিন্তার এক বিষয়। কিন্তু আজ নিজের অভিজ্ঞতা আর তথ্য যাচাইয়ের মাধ্যমে বলতে পারি, টেকো পাব্লিক দের সুবিধা কি কি!!
আপনি টেকো? আয়নায় দেখুন তো? কি দেখলেন? চুল যাওয়া শুরু করছে? কপালের দুই পাশে, অর্থাৎ laterally কপালের চামড়া চকচক করছে #আমারমত? তাহলে নিচের লেখা গুলো শুধু আপনার জন্য। আলোচনার শিরোমণি যেটা সেটি হল, টাকু দের #testosterone হরমোন লেভেল দীর্ঘমেয়াদি কার্যকর থাকে, এবং বেশি পরিমাণে থাকে। বাকিটুকু কি হতে পারে আশা করি, আপনারা বুঝে নিচ্ছেন বলে ধরে নিলাম। আপনার মেটাবলিক কার্যকারিতা যথেষ্ট ভাল থাকবে, বুঝবেন কিভাবে? এটার প্রমান পাই নি তেমন। এই লকডাউনে, খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। আপনার ভুড়ি টা যদি আমার মত সীমিত আকারে থাকে, তাহলে জানাইয়েন। আপনার টাক পড়ছে? একদিন পুরোটা চকচক করবে। চিন্তা কিসের? আপনাকে #manly ভাবা হবে প্রথম দর্শনেই। যারা উটকো খরচ ( সেলুন চার্জ৫০টাকা, তেল প্রতি বছরে ২০০টাকা, শ্যাম্পু ৪০০টাকা) বাঁচাতে চান তাদের মধ্যে কেউ টেকো হলে তো কথাই নাই। চুলের পিছনে এই টাকা গুলো জলে যাবে না। আর যারা আমার মত অকাজে ব্যস্ত তাদের তো আয়নার কোনো দরকারই হবে না। টুপি পড়ার অভ্যাস আছে? তাহলে বিন্দাস!! সব ক্যাপ বা টুপি তে মানিয়ে যাবে। ছবি শ্যুট এর জন্য। চুল যখন থাকবে না, তখন চুলও পাকবে না। তাহলে নিজের বয়স কে ৩০ বছরের যুবক ভেবেই চালিয়ে নিতে পারবেন ৬০ পর্যন্ত। যাদের চুল থাকে না তাদের দাড়ি থাকে। আমাকে দেখুন (ভয়ে আছি কবে পাকা শুরু করে) গরমের দিনে আর অস্থির লাগবে না। ঝাক্কাস ফিলিং চলবে মাথার উপর দিয়ে। ……………… এবার সে সব স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, যারা টেকো বিয়ে করেছেন তারা হতাশায় মরবেন না। আপনার জামাই একটা সোনার হরিণ, যত্নে রাখুন। আপনাকে ভালবাসার রাজ্যে রাখতে জানে সে। আর যারা পরবর্তীতে টাক নিয়েই সংসার পাতবেন তারা উপরের লেখা গুলো এবং প্রথম প্যারা টুকু আবার ভাল মত পড়ুন। বাকি টুকু আপনার মগজ বুঝে নিবে। ……………. এটি ৮০% #genetic_issue, তবে পরিবেশগত এবং স্বাস্থ্যগত কিছু ব্যাপার এখানে রয়েছে। যেহেতু #genetics নিয়ে আমার সীমিত জ্ঞান, তাই এই ব্যাপারে বকবকাইতে পারছি না। আজ ক’জন টাক হল এবং তারা কি পেলো দেখি তো? #ভ্লাদিমিরপুতিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার UK এর প্রাইম মিনিস্টার #স্যারউইনস্টনচার্চিল, #মহাত্মাগান্ধী, বর্তমানের বিশ্ব বড়লোক #জেফবেজোস…..
তারপরেও টাক নিয়ে ভাবনা??
🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *