Prottoy Bhadury report

ভেটেরিনারিয়ানদের প্রতিনিয়ত চিকিৎসা কিংবা গবেষণার সাথেই যুক্ত থাকতে হয়। কখনো ছুরি কাঁচি নিয়ে নিউটার স্পেয়িং কিংবা এবসেস অপারেশনে সারা হাত রক্ত মাখা হয়, আবার কখনো খামারের গোবর পাড়িয়ে খামারের এই মাথা থেকে ওই মাথা পায়চারি করতে হয়। কিন্তু আমাদের অজান্তেই আমরা অনেক ধরনের phobia তে ভুগি যা কোনো দিন আমরা নোটিশ করি না। যে phobia গুলো একজন ভেটেরিনারিয়ানে সারা জীবন ভোগাতে পারে।

HEMOPHOBIA
অনেকেই রক্ত দেখলে গা গুলিয়ে উঠে। ভেট হলে রক্ত তো হাতে মাখতেই হয়। সেই ফোবিয়া নিয়ে বেশিদিন এগোনো যায় না।

AICHMOPHOBIA
আজকাল অনেকেই ধারালো কোনো কিছু দেখলেই নার্ভাস হয়ে যায়। ভেটদের জন্য আমার মতে এইটি বেশ বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

NECROPHOBIA
আরেক ভয়ানক ফবিয়া হতে পারে যদি আমরা মৃত প্রাণী দেখে আঁতকে উঠি৷ এই সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত।

TRYPANOPHOBIA
ভেট স্টুডেন্ট কিংবা ভেটদের নিত্য দিনের সঙ্গী হতে পারে syringe. এই ফোবিয়ায় ভুগলে একটা পেশেন্ট ও ধরে রাখা যায় না।

OSMOPHOBIA
ভেট স্টুডেন্ট লাইফে প্রায় প্রতিটি কোর্সেই ফ্রিজারে সংরক্ষিত প্রাণির দেহাবশেষ কিংবা অঙ্গপ্রত্যঙ্গ কেমিক্যাল এ সংরক্ষণ করা হয়। এসব গন্ধ সহ্য করার মত মানসিকতা অনেকেরই হয়ে উঠে না।

CYNOPHOBIA
আমাদের পেশেন্ট দের মধ্যে কুকুর অন্যতম। কিন্তু সেই কুকুরের চিকিৎসা করার আগেই তাকে দেখে লাফিয়ে উঠেন তাহলে তো আর কথাই নাই।

AILUROPHOBIA
কুকুরে ফোবিয়া আছে। বিড়ালে নেই? চেক করে দেখুন।

COPROPHOBIA
খামারে গোবর পাড়াতে অনেকের ই ঘেন্না ধরে, আমার চাক্ষুষ দেখা। তাহলে আর এত খামারে যাইয়া কি করবেন?

ERGOPHOBIA
পরিশেষে এটাই বলা, পার্ফেক্ট ভেট হতে হলে কাজ আর প্রোফেশনের প্রতি অবহেলা থাকলে শুধু নামের আগে ডিগ্রিই বসবে আর কিছু না।
দুঃখিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *