Prottoy Bhadury report

ক্ষুদ্র জ্ঞান নিয়ে #coronavirus_variants নিয়ে কিছু লিখছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
US variant:
বর্তমানে আমেরিকায় B.1.1.7 variant এর ভাইরাস সংক্রমণ হচ্ছে। করোনাভাইরাস এর UK এর variant মার্কিন যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে প্রভাবশালী স্ট্রেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া স্ট্রেন যা বিজ্ঞানীরা আরও সংক্রামক বলে মনে করেছেন, ক্রমবর্ধমান উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে যে দেশটি আরও একটি তীব্র চাপে পড়তে পারে। [1]
UK variant:
UK তে বর্তমানে B.1.1.7 variant এর ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার মাত্রা শতকরা পঞ্চাশোর্ধ যা মৃত্যু হারের ঝুকি বেশি বলে মনে করছেন গবেষকেরা। এই ভাইরাস পূর্বের সংক্রমিত কোভিড পেশেন্ট দের আবারো সংক্রমিত করতে পারে বলে জানিয়েছেন গবেষক দল [2]
Brazil variant:
Lineage P.1 যেটি brazil variant নামে প্রচলিত। brazil এর P1 coronavirus variant লাতিন আমেরিকার জন্য একটি আন্তর্জাতিক বিপদ সংকেত বলা হয়েছে। কারন এটির মিউটেশন এমন ভাবে হচ্ছে যা বডির এন্টিবডি রেস্পন্স কে সহজেই উপেক্ষা করতে পারে। এবং মিউটেশন মুলত দেখা যাচ্ছে ভাইরাসের স্পাইক প্রোটিনে৷ [3]
South african variant:
SA variant এ যে মিউটেশন টা পাওয়া যায় তা হল N501Y.V2 যেটি অধিক সংক্রামক বলে জানিয়েছেন। এটি Pfizer/BioNTech’s COVID-19 vaccine এর বডি রেস্পন্স কে উপেক্ষা করতে পারে বলে জানিয়েছেন গবেষক। অর্থাৎ এটির বিরুদ্ধে vaccine
তেমন কার্যকরী নয়। গবেষকের মতে, দ্বিতীয় ডোজ vaccinated যারা তাদের মধ্যে SA variant এর উপস্থিতি unvaccinated দের তুলনায় বেশি। অর্থাৎ এই variant vaccine এর প্রতিরক্ষা ব্যবস্থা কে ভাঙতে সক্ষম। [4]
বাংলাদেশে SA variant এর coronavirus মারাত্মক হারে ছড়িয়ে পড়ছে। মৃত্যু ১০হাজার ছাড়িয়ে। এখন বাকি টুকু ভাব্বার বিষয় আপনার। কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার মত কেউ নই আমি। সুন্দর জীবনে থাকতে চান নাকি নিজের পরিবারের সুখ ছিনিয়ে নিতে চান তা আপনার উপর।


Reference
[1]https://www.nbcnews.com/science/science-news/uk-coronavirus-variant-now-dominant-strain-us-rcna606
[2]https://time.com/5954287/latest-studies-show-uk-covid-19-virus-variant-is-not-linked-to-severe-disease-but-questions-remain/
[3]https://www.reuters.com/article/us-health-coronavirus-brazil-variant-idUSKBN2C11XX
[4]https://www.reuters.com/article/us-health-coronavirus-israel-study-idUSKBN2BX0JZ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *