Prottoy Bhadury report

কেমন আছো তোমরা সবাই? পরীক্ষা হচ্ছে না বলে পড়ালেখা সব বন্ধ ? হাহা। পড়ালেখা বন্ধ করলে চলবে ? আজ যা শিখবে না পরবর্তি জীবনে তা কোনো কাজেই লাগাতে পারবে না। আজ করোনা মহামারির কারনে তোমাদের ক্লাস সব অনলাইন ভিত্তিক হয়ে গেছে।

তোমাদের যারা এখন ক্লাস নাইন , টেন এবং ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমার নোটস গুলো যথেষ্ট হেল্প ফুল হবে। সীমিত সময়ের জন্য নোটস গুলো উন্মুক্ত রেখেছি ইমেইল , পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো। আবার ডাউনলোড করে নাঊ বায়োলজি আর কেমিস্ট্রির নোটস গুলো।

লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি

লগিন করার পরেই তুমি ফাইল গুলো ডাউনলোড করতে পারবে। আর কোনো ধরনের প্রব্লেম হলে আমাদের সরাসরি কল দিতে পারো

+8801521536573

Facebook https://facebook.com/dr.bhadury

instagram: https://instagram.com/dr.bhadury

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *